আর একটু হলেই
এ নদীটার উৎস বা-
মোহনা জানিনা আমি।
আক্রান্ত হচ্ছি, সম্পৃক্ত হচ্ছি...প্রতিদিন।
হয়তো,ভেসে যাব-
প্রথম লিপস্টিক ছুঁয়ে দেখা সন্ধ্যায়।
অথচ,
এখানে এখন ভারি বর্ষার পূর্বাভাস নেই ।
শরীর জুড়ে বোধন আর বিসর্জনের-
আলগা পীড়িত হুটোপুটি করে আছে। স্বর্ণলতার মতো।
চা-দোকান--বাস গুমটির-
মাঝের সাঁকোটা-
প্রশাসনিক ম্যাপের তোয়াক্কাই করে না।
বহুবার নিজেকে দেখেছি,
এখান থেকে অতলের দিকে।
বড্ড বেশি, মানুষের মতো লাগে।
সাঁকোটা দুলছে।
বদলে যাচ্ছে ছবি।
একটু...আর একটু দুলে উঠলেই-
আমি উমা অথবা নদী হয়ে যেতাম।।
এ নদীটার উৎস বা-
মোহনা জানিনা আমি।
আক্রান্ত হচ্ছি, সম্পৃক্ত হচ্ছি...প্রতিদিন।
হয়তো,ভেসে যাব-
প্রথম লিপস্টিক ছুঁয়ে দেখা সন্ধ্যায়।
অথচ,
এখানে এখন ভারি বর্ষার পূর্বাভাস নেই ।
শরীর জুড়ে বোধন আর বিসর্জনের-
আলগা পীড়িত হুটোপুটি করে আছে। স্বর্ণলতার মতো।
চা-দোকান--বাস গুমটির-
মাঝের সাঁকোটা-
প্রশাসনিক ম্যাপের তোয়াক্কাই করে না।
বহুবার নিজেকে দেখেছি,
এখান থেকে অতলের দিকে।
বড্ড বেশি, মানুষের মতো লাগে।
সাঁকোটা দুলছে।
বদলে যাচ্ছে ছবি।
একটু...আর একটু দুলে উঠলেই-
আমি উমা অথবা নদী হয়ে যেতাম।।
সুচিন্তিত মতামত দিন