ঘুণে খাওয়া সম্পর্কের গায়ে জড়ানো
সুখী সুখী চাদর
বাতাসের মৃদু হাত ইশারায়
কখনো কখনো উঁকি দেয় গোপনীয়তা।
কতখানি কালি জমা ছিল মনে,
ততখানি কাদা ছড়ায় বিশদে।
ওই দেখো হেঁটে যায়- সুখের মুখোশ পরা
একদল অসুখী নির্জনতা;
এককালে যারা মুখর ছিল স্বপ্নের ডানা মেলা জলে।
আজ এই অবেলায়
বৃক্ষের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে গোনে
মৃত্যুর প্রহর- মুক্তির আস্বাদ।
সুচিন্তিত মতামত দিন