অঞ্জন আচার্য

অঞ্জন আচার্য
মুক্তির আস্বাদ

ঘুণে খাওয়া সম্পর্কের গায়ে জড়ানো
সুখী সুখী চাদর
বাতাসের মৃদু হাত ইশারায়
কখনো কখনো উঁকি দেয় গোপনীয়তা।
কতখানি কালি জমা ছিল মনে,
ততখানি কাদা ছড়ায় বিশদে।

ওই দেখো হেঁটে যায়- সুখের মুখোশ পরা
একদল অসুখী নির্জনতা;
এককালে যারা মুখর ছিল স্বপ্নের ডানা মেলা জলে।

আজ এই অবেলায়
বৃক্ষের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে গোনে
মৃত্যুর প্রহর- মুক্তির আস্বাদ।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.