রক্তে রাঙা উৎসব
হাইকু - ১
রক্তাক্ত দেহ
বিক্ষত যোনিদেশ
নিষ্পাপ শিশু
হাইকু - ২
গলায় ফাঁস
নিথর কন্যা রত্ন
সমাজ চুপ
হাইকু - ৩
ঘরের মেয়ে
বিকৃত শব দেহ
পুকুর পাড়ে
মানব জীবনের প্রতিটি স্তরেই এই শব্দটি অবিচ্ছেদ্য এবং তার চলমান প্রক্রিয়া। আমরা জানি পাঠক্রম বা সমাজ প্রবাহিত শিক্ষা দীক্ষার মধ্য দিয়েই প্রতিটি মানুষের মধ্যেই গঠিত হতে থাকে বহুবিদ গুন, মেধা, বোধ বুদ্ধি, ব্যবহার, কর্মদক্ষতা ইত্যাদি। এর সামগ্রিক বিশ্লেষণ বা পর্যালোচনা থেকেই এক মানুষ অপর মানুষের প্রতি যে সিদ্ধান্তে বা বিশ্বাসে উপনীত হয়, তাই মূল্যায়ন।
স্বাভাবিক ভাবে, মানব জীবনে মূল্যায়নের এর প্রভাব অনস্বীকার্য। একে উপহাস, অবহেলা, বিদ্রুপ করা অর্থই - বিপরীত মানুষের ন্যায় নীতি কর্তব্য - কর্ম কে উপেক্ষা করা বা অবমূল্যায়ন করা। যা ভয়ঙ্কর। এবং এটাই ঘটেই চলেছে -
সময়ের আবহে I মানুষের সঙ্গে I সর্বাধিক প্রচারিত অবাণিজ্যিক অনলাইন সাহিত্য সংস্কৃতি পত্রিকা
Proudly Hosting by google