মাধুকরি
চৌকাঠের ওপারেই তো দাঁড়িয়ে আছি।
ভিক্ষা চাই না । আমি মাধুকরি নিয়ে এসেছি।
মধুকর বলে নিপাট নয়নে হেসে ছিলে সেদিন--
পেরিয়ে গেছে মাস যুগ চল্লিশটা বছর --
আজ আমার তবিল ফাঁকা--
তবে ফিরে যাই?
অসম্ভবকে তুমি কি বলতে পার--
যে ছিল তোমার প্রতিপক্ষ,
পুত্র কন্যা নাতি ফিরিয়ে নিতে?
কমলানন -- যতই রক্তনয়নে নিরীক্ষন করো--
কর্মের দাস তুমি - আমি প্রভেদ নাই।
আমি আজ শাখা পত্র মঞ্জরী দিয়ে ফলে সমৃদ্ধ।
ঈর্ষা হয় তোমাকে দেখে একই বেশ,
একই রূপ মননে তোমার।
তবে কেন ফেরাতে পার না আবার চল্লিশ বসন্ত।
সবই আছে মাধুকরিতে।
![]() |
অমলেন্দু মণ্ডল |
সুচিন্তিত মতামত দিন