জয়িতা চ্যাটার্জী



সংগ্রামের বিপরীতে : 

এমনই দগ্ধ পৃথিবীর ইতিহাস,
ক্ষমাহীন প্রতিশোধ যুগে যুগে ।
প্রেম নেই, বন্ধু নেই ,
সন্তান হারা বাবা মার তীব্র সীৎকার
রক্ত ধুয়ে ধুয়ে ।
তোমার সাথে আমার পরিচয়
যেমন না থাকাদের নিয়ে,
খবর রেখেছ  কতবার মৃত্যু ঘটে
আমাদের ও জীবন দিয়ে দিয়ে ?

আঘাতের বিরুদ্ধে কেবল প্রত্যাঘাত আছে,
কেউ ফেরাবে না অলিখিত অনুতাপ।
শিরার ভিতরে চলে খয়ের উৎসব ,
সভ্যতা ও বাঁচিয়ে রাখে পতনের ইতিহাস ।

কঠিন সময়গুলো ছড়িয়ে  হাতের মুঠোতে,     
তবু মন বলে, বাউলের একতারাতে
যদি আবার বেজে উঠি ।
এত যুদ্ধে প্রাণ বাজি রেখে
আমরা ও ভালবাসায় মুক্তি খুঁজি।

দূরের আলোর মত জল রেখেছি
বটের পাতায়, মৃদু আঙুল ছুঁয়ে কাঁধে ।
উপকূলবর্তী ঝড় রেখে দিই আমার ঘরে  ,
শূন্যতারা আমার জানলায় বাসা বাঁধে ।

বুক ছুঁয়ে যায় চোখের কালি,
অভিমানীর গান ।   
যদি বল আমার লেখা ?
সে আজও শব্দ চেনে, চেনেনি সংগ্রাম ...।


জয়িতা চ্যাটার্জী


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.