⤺এখন রূপম...
বি.এড পাস
রূপম চাকরি পেয়েছে ----
ঐ যে কার শেড
রাতের অন্ধকারে ছায়াদের কথকতা
কম্পাঙ্ক মাপে রূপম
ঐ যে ডাকঘর
সামনে বিশৃঙ্খল সর্পিল রেখার গুঞ্জন
মনে মনে সেই স্বর রেকর্ড করে রূপম
রূপম নিজের জেলাতেই দুধে ভাতে
মা নিশ্চিন্ত... সকালে বেরিয়ে রাতে
ঠিক ফিরে এসে
একটু বেশী কথা বলে অসংলগ্ন রূপম তখন
রূপম বিরামহীন
পকেট ভর্তি কাজ---
ফাঁকা হাড়ির গান শুনে প্রিয় বন্ধুর বাবার
সাইকেল কতটা গতিশীল হয়েছে নজরে রাখে রূপম
স্বচ্ছ এবং নির্মল শহরে
প্ল্যাকার্ডের অবদান কতটা হিসেব রাখে রূপম
নিকোটিনে ঠোঁট রেখে ক'জন নতুন কবি হলেন তার তথ্য সংগ্রহ করে রূপম
কোনো কোনো দিন ওভার টাইম...
বাড়ি ফিরে অবিবাহিত বোনের স্বপ্ন-মুক্তায় কতটা ভর্তি হ'ল শিশি, রুটিন মাফিক ঝাঁকিয়ে রাখে রূপম
কে রূপম?
আপনার জনসভায় একটি বার তার নাম ধ'রে ডাক দিন
রূপম নিজেই পরিচয় দেবে ...
![]() |
উদয় সাহা |
সুচিন্তিত মতামত দিন