⤺স্বাধীনতা - অধীনতা
দেশটা এখন অনেকটা স্বাধীন!
কি বলছো সব অর্বাচীন,
আমরা এখন পরিবারতন্ত্রহীন,
এটাই বুঝি আচ্ছে দিন!
অনেক স্বপ্ন অনেক আশা -
পাল্টে যাচ্ছে উন্নয়নের ভাষা,
নকল মানুষ আসল মুখোশ!
বাঁচার লড়াই নিত্য আপোষ!
অন্ন বস্ত্র মাথা গোঁজার ঠাঁই,
স্বাধীনতায় এইটুকুও তো চাই।
চতুর্দিকে উন্নয়নের জোয়ার!
প্রাপ্য শূন্য, অধরা সুখের সওয়ার।
⤺ফেরারী বসন্তরাগ
বীণের বসন্তরাগ উন্মুখ মনের চিলেকোঠায়।
নিশিভোরের স্বপ্ন আজ কি বাস্তবতা পায়!
আলো আঁধিয়ার মাঝে সহস্র রঙিন স্বপ্ন।
প্রেমের বাঁশির সুরে সুপ্ত কামনার জন্ম।
তিলেতিলে সঞ্চিত প্রেম প্রস্ফুটিত হতে চায়।
স্নিগ্ধ সুবুজ বনানীর কুসুম অনুরাগ ছোঁয়ায়।
ফেরারী মন আজ আবার নব উন্মাদনায়।
দেখি ভোরের স্বপ্ন কি সত্যিকারের হয়?
বীণের বসন্তরাগ উন্মুখ মনের চিলেকোঠায়।
নিশিভোরের স্বপ্ন আজ কি বাস্তবতা পায়!
আলো আঁধিয়ার মাঝে সহস্র রঙিন স্বপ্ন।
প্রেমের বাঁশির সুরে সুপ্ত কামনার জন্ম।
তিলেতিলে সঞ্চিত প্রেম প্রস্ফুটিত হতে চায়।
স্নিগ্ধ সুবুজ বনানীর কুসুম অনুরাগ ছোঁয়ায়।
ফেরারী মন আজ আবার নব উন্মাদনায়।
দেখি ভোরের স্বপ্ন কি সত্যিকারের হয়?
![]() |
সুব্রত নন্দী |
সুচিন্তিত মতামত দিন