ফেসবুক জগতের শিল্পীদের নিয়ে তৈরি সাংস্কৃতিক সংগঠন নব নান্দনিক, কলকাতা ও ভারত - বাংলাদেশ এর শিল্পী সমন্বয়ে গঠিত সংগঠন ------বিশ্ব ভরা প্রাণ এই দুই সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত হবে ------ ২৬ শে আগস্ট, রবিবার কলকাতা রবীন্দ্রসদন - নন্দন চত্বরে আমন্ত্রণ ফুড কোর্টের সামনে ----প্রতি বছরের মতো এবারও ----- ৪ র্থ বর্ষ *রাখী বন্ধন অনুষ্ঠান । সময়-- বেলা ঠিক ২ টা ।
কদম গাছের নীচে মুক্ত কন্ঠে মুক্ত মনে প্রকৃতির সাথে --- থাকবো আমরা । সঙ্গে থাকবে আমাদের বাউল বন্ধুরা ----- সমবেত সংগীত
বাংলার মাটি বাংলার জল ও অন্যান্য গান ----- বাউল - লোকগানের সাথে আনন্দ নৃত্য।
💃🏻💃🏻💃🏻💃🏻💃🏻💃🏻💃🏻💃🏻
মানস মহন্ত, আরামবাগ, হুগলি
সঞ্জয় কীর্তনীয়া, কালনা, বর্ধমান
হৃদয় সরকার, কল্যাণী, নদীয়া
আনন্দ বৈরাগী,বীরনগর, নদীয়া
গৌতম দাস বাউল*নদীয়া
ধীরাজ খ্যাপা*নদীয়া
মাধব খ্যাপা*নদীয়া
হরিদাস অধিকারী*উঃ২৪ পরগনা
রুবীনা আজাদ, বাচিক শিল্পী, বাংলাদেশ
ও আরো অন্যান্য শিল্পীবৃন্দ ।
রবীন্দ্রসদন - নন্দন চত্বরে আগত সংস্কৃতিমনস্ক ব্যক্তিদের কে *রাখীবন্ধন এ প্রাণের বন্ধন, সম্প্রীতির বন্ধন, ও সৌভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করতে চাই আমরা ।
আপনি ও আমন্ত্রিত ।
তোমার / আপনার অপেক্ষায় থাকবো আমরা ।
আশিস সরকার
সুখেন্দু দাস
যুগ্ম সম্পাদক
নব নান্দনিক, কলকাতা
মুঠোফোন : ৭৬০২৭৫২৭৫০
৬২৯০৬২৮৮৩৬
আশিস সরকার
সাধারণ সম্পাদক
মধুমিতা ঘোষ ভট্টাচার্য
সভাপতি
বিশ্ব ভরা প্রাণ
( ভারত - বাংলাদেশ শিল্পীদের সংগঠন )
সুচিন্তিত মতামত দিন