⤺পাল্কি
যে চারপায়ার ওপর বসে আছেন তাকে চেয়ার বলে , স্যার
ওমন পায়ায় বসতে গেলে তাকত লাগে নিজস্ব বা পৈতৃক
আপনি আমায় পাগল ভাবছেন জানি কিংবা রিটার্ডেড
এসব ফালতু কথা শিশুরাও জানে স্যার কিন্তু প্রশ্ন করেনা
ওটাতে কোন যোগ্যতায় বসে আছেন এবং থাকবেন
প্রতিমুহুর্তে আরো কেউ পেছন থেকে এগিয়ে আসছে
কেউ না কেউ ঘাড়ে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আপনার
কেউ না কেউ দাবীদাওয়া সাহায্য প্রত্যাশা বিচার চাইতে আসছে
যতদিন চোখকানমন খোলা রাখবেন ততদিন ওটা নিরাপদ
মদমত্ত চোখ মুদেছেন কি দেখবেন পায়াগুলো নেই
পাল্কি হয়ে গেছে চেয়ার আর আপনি কাঁধে চড়ে চলেছেন ভাগাড়ে
![]() |
শর্মিষ্ঠা ঘোষ |
সুচিন্তিত মতামত দিন