শান্তানু দে


⤺হাতে হাত রাখার ধর্ম

উই স্যালুট রেড স্যালুট রেড স্যালুট...!
প্রতিবাদ লিখে আরাধনা করছে কারা
কাগজে কাগজে দেবতার জন্ম হয়-
প্রবেশিকা ফেরাও, মেডিক্যাল লড়াই, সুদীপ্ত গুপ্ত। স্বাধীনতা-গণতন্ত্র-সমাজতন্ত্রের
ফুল, বেলপাতা, মালা।

সকাল সন্ধ্যে ধূপধুনো, শিক্ষার খরচ কমাও এবং জাতের নামে বজ্জাতি থামাও।
পাঞ্জা মুঠো করে ওপরে তুলে প্রণাম করছে তারা।

ওদের বুকে শোনা দাস ক্যাপিটাল হাতে হাত রাখার ধর্মগ্রন্থ।


⤺কথার নৌকা

আমাদের আর কথা হয় না
তাই কথা বেড়ে গেছে এখন-
কাগজের পর কাগজ জমে যায়
আমি কথার নৌকা ভাসাই পথ-নদীতে।

সব কথাই ডুবে যায় একদিন, যতই তারা
প্লবতা জানুক।
পরে সেসব আবিষ্কৃত হয় অতীত, স্মৃতি হিসেবে।
যেমন শৈশবের কথা।
আমি স্মৃতির নৌকা বানাই, তবুও কথার কথা হয়-

বর্ষা আমদের ব্যাপারটা জানে।
সহানুভূতিতে বছরে অন্তত একবার পথে হাঁটু জল জমা হয়।

শান্তানু দে
শান্তানু দে


একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

নবীনতর পূর্বতন