সায়ন্ন্যা দাশদত্ত

তিনরংয়ের ট্যানা ।
আকণ্ঠ মদ গিলেছে নিয়ামত । উপুড় হয়ে গন্ধ শুঁকছে ধুলোর । মেরে দেশ কি ধরতি' বলে কথা ! পেটে দুপয়সার বাংলা ঢুকলে গুষ্টিশুদ্ধ সব্বার জন্যে কাঁদতে পারে নিয়ামত । আমিনার কোলের ছ্যানাটা কাঁদতে পারেনি ।শুধু বুকটা ওঠাপড়া করে । চোখ থেকে জল গড়ায় ।নাকের ডগায় মাছি । বুকে দুধ নেই ।দুধ কিনার পুয়সা নেই । শালা নিকুচির পুয়সা । বুক পকেটের দু তিনটে পুরোনো লটারির টিকিট কুচিকুচি করে হাওয়ায় ওড়ায় নিয়ামত । লে ,লে পুয়সা গুলে খা । মাইকে বাজছে 'অ্যা মেরে বতনকে লোগো '... থেবড়ে খানিক উঠে বসলো সে । কপালে হাত ছোঁয়ালো । চোখ গড়িয়ে জল । শালা যারা বেমালুম মরে গেলো তাদের জন্যি কাঁদবোনি? বালের বানচোত পাটি !কার পাটি বে ? শালা সবাই যদি মরেই যাব ,পাটি লিয়ে কি করবি বল ? আমার চাঁদ নওয়াজ না খেতে পেয়ে মরবে।আমি মদ গিলে মরব ।আমিনা গলায় দড়ি দিবে।'বতন কে লোগো ' ঠাঁই ঠাঁই করে গুলি ছুঁড়ে মারবে । তার লাগানা আছে। শালা ওইপার টা আমাদের দেশের নয় ! ওখানের লোকগুলা তিন পায়া না মুখ দিয়ে হাগে বলতে পারবনি । ওরা দেশের সত্তুর শালা ! দু পা জড়ো করে সোজা হতে চেষ্টা করে নিয়ামত । পারেনা ।পড়ে যায় । ধাক্কা খায় দেওয়ালে । মাথা ফুলে যায় ।

উল্টোদিকের ছোকরাদুটা হাসে । গুটখা ফেলে থু করে । একটা ইংরিজি বলা মেয়ে নাক সিটকে পেরিয়ে যাচ্ছে নিয়ামতকে। মদের গন্ধে বমি আসছে ওর । ও এবার মাস্টার্স করবে । দামী বয়ফ্রেন্ড অপেক্ষা করছে পাবে । আজ পনেরো । মস্ত ছুটির দিন । বিকেলটা একসাথে কাটাবে বলেই সিনেপ্লেক্সের টিকিট কেটেছে ওরা । এই মদো মাতাল গলিটা পেরিয়ে গেলেই হাইরাইজ ফ্ল্যাটবাড়ির মুখ । তারপর সুদৃশ্য পার্ক ।আপতত স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলছে সেখানে । ছোট ছোট ছেলেমেয়েরা কেক খাচ্ছে এ ওর গায়ে পড়ে। প্লাস্টিকের কাপ উড়ছে মাঠে । মাইকে মাইকে ও আমার দেশের মাটি । নাচ দিদিমণি প্রতীকী ধুলো নিলেন কপালে । নমস্কারের ভঙ্গীতে দাঁড়িয়ে আছেন মঞ্চে ! আর নিয়ামত হুমড়ি খেয়ে পড়লো । জিভ ঘষে গেলো ধুলোয় । নোনতা স্বাদ , বিচিত্র ধুলোবালিতে ভরা ।একটু যেন রক্ত লেগে আছে । চেটে খাচ্ছে সে । নেশার মুখে ভালোই লাগছে ! চাকনা মতো ,নোনতা ! 

নিজের রক্ত নিজেই খাচ্ছে নিয়ামত । আজ পনেরো তারিখ মাসের ,ঘরে একফোঁটা ডালচাবল নেই ! পাটি মিছিলে গেলে কেক ডিমটা মিলবে ।তাই যাহোক করে সেখানে যাবেই নিয়ামত । 

জয় হিন্দ ! আজাদী মুবারক ভাই !


dr.sayannya34@gmail.com


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.