সমীরন চক্রবর্ত্তী


⤺হৃদয়পুরের বাউল

মনখারাপের ঝিঁ ঝিঁ ডাকা রাতে
পর্ণমোচীর পাতা ঝরে যায়,
ডাহুকের গন্ধমাখা বাঁশবন খুঁজে নেয়
কৃষ্ণ চতুর্দশীর ফিকে হওয়া চাঁদ।

এদিকের সব নাবিক
হাল ছেড়ে বাঁশি নিয়েছে তুলে
অভিসারের সময় বয়ে গেলে
ময়ূরপঙ্খীর পাল থেকে কলাপ খসে পড়ে।

তোমার জন্য আখড়া বসেনি আজও
আটচালায় আটকে রয়েছে ঝরাপাতার গান,
ফিরে এসে শুধু একটিবার আঙুল ছুঁইয়ে দাও
আমি হৃদয়পুরের বাউল হয়ে যাব...।


সমীরন চক্রবর্ত্তী
সমীরন চক্রবর্ত্তী


একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

নবীনতর পূর্বতন