↶বর্ষা তুমি
বর্ষা তুমি নীল আকাশে কালো তুলির টান
বর্ষা তুমি আসাম দেশে বিহুর সুরে গান
বর্ষা তুমি নদীর বুকে যুবতী স্রোতের ধারা
বর্ষা তুমি বাউল ফকির সঙ্গে একতারা
বর্ষা তুমি পদ্মপুকুর উজার করে সাজাও
বর্ষা তুমি ভাটিয়ালির বিষাদ সুর বাজাও
বর্ষা তুমি কদম ফুলের গন্ধমাখা ভোর
বর্ষা তুমি চাষির ঘরে ধান রোপনের দৌড়
বর্ষা তুমি ভেজা শরীর উদাস মনের বাসা
বর্ষা তুমি প্রেমিক মনে জাগাও নতুন আশা
বর্ষা তুমি নির্জন রাত ঝিঝিপোকার ডাক
বর্ষা তুমি ভাবনা কবিতায় লেখা থাক
![]() |
প্রসেনজিৎ রায় |
সুচিন্তিত মতামত দিন