↶বিশ্বাস
ইতিহাসের বজরা ধুয়ে মুছে একদিন নিশ্চয়ই
উথলে উঠবে দেশজ ভূগোল, রূপকথার কিনারা
চন্দনবনের উবুমেঘ, সুরম্য সেতুর ওপর দিয়ে
হেঁটে চলে বেড়াবে কমলা-সবুজের স্বর্ণফসল
একদিন পলাশ রঙের অশোক-চাঁদ
একদিন বর্ণালি মুখর জ্যোৎস্নাপথ
একদিন ফুল্ল কুসুমের কুচকাওয়াজ
একদিন ধুলো থেকে মাটি ছেন তৈরি হবে
অঝোর মাতৃত্ব-আঁকা চক্ষুদান
ওগো দেশ, ওগো সোনালি ডানার পাখিবেশ
সেদিন তোমার নাম হবে লুব্ধকের স্রোত
সেদিন গঙ্গা যমুনার কুমোরটুলিতে এক
তুলিতে নতুন বানানে সেজে উঠবে
পুরাতনী পনেরই অগাস্ট
![]() |
রত্নদীপা দে ঘোষ |
সুচিন্তিত মতামত দিন