⤺অমীমাংসিত
একটুকরো চন্দন কাঠ
দু-চারটে বাঁশ পেটাতেই
প্রতিদ্বন্দ্বী হীন বিঘে দুই।
কুন্ডলী পাকানো ঘন কালো ধোঁয়ায়
দুই বিঘে জমির খতিয়ান।
পচা ঘূন ধরা বাঁশ কাঠের ছাউনি
মাঝে বিঘে দুই,
গণ্ডুষ প্রাক্কালে মেঘেদের মুখ ভারী
নিয়ম শান্তি শিকায় থাক
বিঘে দুয়ের অশুচ থাক।
 |
পার্থ মুখার্জ্জী
|
সুচিন্তিত মতামত দিন