নাসির ওয়াদেন



⤺হিমোগ্লোবিন   

তঞ্চকতাগুলো ঘোরাফেরা করে রক্তে
তথাপি অনুচক্রিকা ভাসিয়ে রাখে            
অনুকম্পার নৌকোকণা --

জলতরঙ্গ যৌবন ঢেউ তোলে 
প্যাপিরাস কলম টেনে নেয় 
দু ছত্র গজল শোনাবে মির্জা গালিব 

বিদ্যুতশিহরণ ঝলসায় জোয়ান ঠোঁট 
স্নেহ চুম্বন চুমকত্ব দাবি করে 
উত্তর মেরু ---

কীভাবে তুমি বোধের জগতে পপ্রতিরোকৈ
বাধা দেবে ,,,,,

জীবনের ধূর্ততাগুলো ফাঁদের জালে আটকে


⤺টুকরো স্বদেশ      

ধূর্ত রোদগুলো আলোর চাদর পেতে মূর্ত ধরে
বিড়াল চোখ খোঁজে অন্ধকার পোড়া
অখণ্ড শব্দের মাঝে কলসির  ফাঁকা মিৎ স্বরে
কীভাবে বেঁচে থাকবে স্বদেশের ঘোড়া

নাড়ি ধরে দিলে টান ছিঁড়ে যাওয়া স্মৃতিফুল
সত্য কখনও  চাপা রবে না
মিথ্যে ছাইয়ে দড়ি বানালেও নাচে না পুতুল
মিথ্যে মিথ্যে বললে সত্য হয় না

সর্বংসহা, ব্যক্তিগত পরিসর হলে নিতান্ত মহৎ
কোথা তাড়াবে তাদের, বজ্রমুষ্টিতে এ জগৎ
ছলেবলে কৌশলে সিংহাসন নেওয়া সোজা
দুর্জন ছলনা অপমৃত্যুর ভেলা, স্বদেশ খোঁজা

মাটিতে যাদের ঘাম লেগে আছে তারাই স্বদেশী
হুঙ্কার সার মানবই দেবতা, আসলেই আদিবাসী ।


নাসির ওয়াদেন
নাসির ওয়াদেন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.