⤺জেগে থেকো ভারতবর্ষ
এই ভারতবর্ষকে আমি চিনি না
আমি তো চিনেছি সেই শিশুকাল থেকে
তোমার জামদানি আঁচল , ক্ষরিত স্তন্যধারায়
নেমে আসে করুণায় ,জাহ্নবীধারায় ----
সেই ভাগীরথীর তীরে তীরে কতকাল করেছি বাস ,
কতদিন হেঁটেছি পথ নর্মদার তীরে , খুঁজেছি
মন্দিরে মন্দিরে টেরাকোটার সূক্ষ্ম কারুকার্যে ।
দেখেছি তোমায় রণাঙ্গনে বীর সাজে
ইতিহাসের পাতায় পাতায়
আমার প্রিয় ভারতবর্ষ ।
বিবেকবোধে জাগিয়ে রাখো শক্তি
এ দুর্বলতা ,ভীরুতা মানায় না তোমায় ।
অন্ধকার যত কালো ,আলো অনুসরণ করে তাকে ,
বিষাদের মুখে জেগে থাকে হাসি ।
সব দুঃখ জয়ের প্রেরণায় ,
দুর্ভাগ্যকে অস্বীকারের বাসনায়্ ,
জেগে থাকো ,আসবে সুদিন ।
এখনও গোমুখ থেকে জটা বেয়ে আসে বসুধারা
পাথরের বুকে রেখে যায় পদচিহ্নরেখা কত উপাচারে ,
নৈবেদ্য অর্ঘ্যে , উষর মরুভূমির বুকে পরম স্পর্শে ,
প্রকৃতি অকৃপণ হাতে ভরে দেয় ডালি ।
কান পেতে শোন ,ওই আবহ সঙ্গীত বাজে অনন্তের বুকে ,
গঙ্গার বুকে কলকল ধ্বনি । এই স্বর্গ ভূমি ।
নামবে বৃষ্টি দুঃসহ সংকট বুকে অজস্র ধারায়
এই মাটি হবে উর্বর ,চেতনায় ,
জাগ্রত বিবেকবোধ আর আত্মশুদ্ধতায় ।
![]() |
কোয়েলী ঘোষ |
সুচিন্তিত মতামত দিন