⤺চেতনা
হতাশার আড়ালে ঘুমন্ত চেতনা...
গণতন্ত্রের মুখোশে দলতন্ত্র
রাষ্ট্রের হাতে রক্ত;
আনাচে-কানাচে কেবল ক্ষিদে,
না,দেব-দ্বিজে ভক্তি নয়
চাই মানবতার শক্তি,
আদর্শের বুলি আওড়ানো নয়-
চাই একমুঠো ভাত!
দুচোখের আগুনে ছলকে ওঠা রক্ত-
মৃতের স্তুপে ফুল;
শকুনের ডানার ঝাপটে ওঠে ঢেউ;
চেতনারও চোখ আছে -
আছে স্বপ্ন ;
লেগে থাকা রাস্তার ধুলো চুঁয়ে নামে বৃষ্টি ;
অপেক্ষা!
শুধুই অপেক্ষা!
জরাজীর্ণ দেওয়াল ফেটে বেড়িয়ে আসবে-
বহু প্রতিক্ষীত আনন্দ!
![]() |
দীপশিখা চক্রবর্তী |
Tags:
কবিতা