⤺একটা লড়াই'র গল্প
তবুও ফিরে দেখি বিষ না গরল, মুখে ওঠে কি!
সবুজস্পন্দন ছাড়া বেঁচে থাকার পাঠ সবই মেকি
হিংস্রতা আর লড়াই প্রতিদিন বাঁচিয়ে বাঁচিয়ে রাখি
মায়া ও মোহের গাছ যার নেই তার আছেটা কি
বেঁধে বেঁধে থাকার মুখ ভেসে ওঠে চিপকোর মেয়েদের
শেষ হতে হতে তো শেষ হয়ে আছি,প্রযুক্তির আর বিশ্বায়নের।
তবুও ফিরে দেখি বিষ না গরল, মুখে ওঠে কি!
ভালোবাসায় তো লড়াইটাও হয়, যদি নিজেদের বাঁচতে দেখি।

⤺অভ্যেস
ছোট্ট'ই তো একটা রাস্তা
ছোট্ট'ই তো একটা জনপদ আমাদের
দেশের মধ্যে ছোট্টই তো একটা অনুভূতিদেশ
আর মনের মধ্যে বিলি কেটে যাওয়া আমার অভ্যেস ।

![]() |
দীপঙ্কর পাড়ুই |