⤺উচ্চারণে
সেদিন তোমাকে মিছিলে দেখেছি
নগ্ন পায়েতে জেহাদ তুলি,
তোমার পিছনে হাঁটছিল ওরা
আড়ম্বরের শেখানো বুলি।
সেদিন তুমি অপমানিতা
বড় রাস্তার অট্টালিকায়,
বিচারের বাণী চিরদিন ই কাঁদে
মাটির লজ্জা মাটিই যে সয়।।
তারপর তুমি অন্যরূপা
হাতবদলের রঙ মাখা মুখে,
শিশুটি তোমার ককিয়ে উঠেছে
কান্না জমেছে বারুদ বুকে।।
তোমার কান্না তোমার লজ্জা
আঁধারের বুকে আগুন পোয়ায়,
স্বাধীনতা তুমি আর একটি বার
ভেঙ্গে ফেল কারা আলোক ধারায়।।
এগিয়ে চলেছে তোমার মিছিল
সেই সে আলোর অন্বেষণে,
পথ চেয়ে আছি আমরা সবাই
এক হয়ে ষাব উচ্চারণে।।
![]() |
বন্যা ব্যানার্জি |
সুচিন্তিত মতামত দিন