বিকেল-সূর্যে রঙিন হয়েছে মন-ভূমি
স্নানের জলে ভেসে গেছে শিশুবাগান
অজস্র খামে সাহসী --শুধু তুমি
কুমারী আকাশে ফুল পাপড়ির গান
কোমল কাব্য আর হয়না লেখা
গল্পওয়ালা টাটকা অনেক মানুষ
চিতার নিঃশ্বাসে হরিণের ভয় দেখা
আমি ঝিঝি রাতে শীতকাতুরে ফানুস
জীবন এখন ঘড়ির কাঁটার রথে
পাহারা দেয় জমিদার...লাঠিয়াল
গল্পগুলো ঘুরছে পথে পথে
সবুজ পৃথিবী হলুদ হয়েছে কাল
তবুও প্রেম তোমার ঠোঁটে ঋণ
ধূম্রবিলাসী মুখোশেরা উধাও
বিকেল ফুরোয়...কূলে ফেরে দিন
এখনও তুমি ভোরের গান গাও ...
সুচিন্তিত মতামত দিন