রমাকান্ত বলেন, ভালবাসা আসলে একটা অবস্থা মাত্র। সুন্দর ফুল দেখলে যেমন আমাদের ভাল লাগে, অনেকটা তেমনি। ভালবাসার প্রথম কথা হল, ভাল লাগা।
--তবে ফুল দেখে ভালবাসলেই পার ? রমাকান্তর স্ত্রী, শৈল ঝাঁজিয়ে উঠে ছিল, তবে যাও না--আমার কাছে না এসে ফুলের কাছে যাও না !
রমাকান্ত হাসেন, বলেন, ফুল ভাল লাগা পর্যন্ত সীমাবদ্ধ--তারপর ?
চোখে কাঁপন তুলে শৈল বলে, তারপর কি ?
রমাকান্ত মুখে হাসি ধরে রাখেন, কিছু তো আধার চাই--পারস্পরিক আধার। ফুল তো সে আধার দিতে পারে না!
পরিষ্কার হল না শৈলর কাছে, আধার, সেটা আবার কি ?
--ফুল তোমার সঙ্গে কথা বলতে পারবে ? বলতে পারবে, আমি তোমায় ভালোবাসি ? রমাকান্ত শৈলকে বোঝাতে চাইলেন।
--তা হলে ?
--তাই আধার চাই—নর-নারী চাই--যার যাকে ভাল লাগে। আর এই ভাল লাগারই পরিণতি হল ভালবাসা।
--তা হলে তোমার আমার মাঝে ভালবাসা আছে ? হেঁয়ালির মত প্রশ্ন করে শৈল।
--হ্যাঁ, আছে, আবার নেই—মুচকি হেসে রমাকান্ত বললেন।
--বুঝতে পারি না তুমি কি বলতে চাও--আছে, আবার নেই ? তার মানে তুমি আমায় ভালবাস না ? শৈল কিছুটা উত্তেজিত।
রমাকান্ত গোঁফের নিচে হাসি রাখেন, হ্যাঁ, বাসি, তবে কখনও কখনও--
--মানে কি বলতে চাও তুমি--উত্তেজনার রেশ আরও বেড়ে যাচ্ছিল শৈলর।
রমাকান্ত বলতে থাকেন--মানে তোমার আমার মাঝে যখন যখন মধুর সম্পর্ক গড়ে ওঠে তখন তখনই ভালবাসার সৃষ্টি হয়।
শৈল বলে--মাঝে মাঝে তুমি পাগলের মত কথা বল !
রমাকান্ত রসিক হলেন, কেন গো ? যখন তোমাতে আমাতে মিলে স্বপ্ন দেখি--একই স্বপ্ন! যখন তোমার মন আমার মন এক সঙ্গে মিলে যায়--যখন আমরা পূর্ণাঙ্গ হয়ে উঠি...
এবার শৈলবালার মুখে হাসির রেখা ফুটে ওঠে, তবু মুখ ঝামটি দিয়ে বলে ওঠে, বুঝেছি বুঝেছি...
রসিক রমাকান্ত সঙ্গে সঙ্গে শৈলর দিকে ঘন ভাবে তাকিয়ে প্রশ্ন করলেন, কি ?
চটুল রাগের ভান করে শৈল বলে, তুমি একটা বদ্ধ পাগল !
tkray1950@gmail.com
সুচিন্তিত মতামত দিন