⦽কবি
মুঠো ভরা কিছু শব্দ,
সম্বল আজ এটুকুই।
পেনের খোঁচায় দারিদ্র্য ঘোচেনা
কেবল নাম হয়েছে যেটুকুই।
মুখে হাসির শেষ নেই,
কাধে ঝোলা ব্যাগ ঝুলছে।
পরিপাটির কোন লেশ নেই,
চলছে কলম চলছে।
পেনের খোঁচায় বিদ্রোহী কবি,
পেনের খোঁচায় প্রেমিক।
লোকের কাছে পাগল যদিও
তবে দারিদ্র্যটা আন্তরিক।
এলোমেলো দিন হোক না তবুও
শব্দরা পাশে থাক।
লেখার ত্রুটি ধরায় ব্যস্ত
নিন্দুকেরা নিপাত যাক।
মুঠো ভরা কিছু শব্দ,
সম্বল আজ এটুকুই।
পেনের খোঁচায় দারিদ্র্য ঘোচেনা
কেবল নাম হয়েছে যেটুকুই।
মুখে হাসির শেষ নেই,
কাধে ঝোলা ব্যাগ ঝুলছে।
পরিপাটির কোন লেশ নেই,
চলছে কলম চলছে।
পেনের খোঁচায় বিদ্রোহী কবি,
পেনের খোঁচায় প্রেমিক।
লোকের কাছে পাগল যদিও
তবে দারিদ্র্যটা আন্তরিক।
এলোমেলো দিন হোক না তবুও
শব্দরা পাশে থাক।
লেখার ত্রুটি ধরায় ব্যস্ত
নিন্দুকেরা নিপাত যাক।
সুচিন্তিত মতামত দিন