তবুও প্রেম
দিয়েছিলি খোয়াই সোনাঝুরির বৃষ্টিতে ভেজা ট্রেন
মাঝে কতগুলি ফাঁকা সময় ভুলিনি, তবুও প্রেম
দুপুরটা মাঝে মাঝেই ছায়া, চেনা রোদ্দুর আর কই
তবুও প্রেম শাল পিয়ালে, ঠোঁটের উত্তাপে যেন তুই
মিটেছে কবেই, ক্ষমা লিখেছি মেঘ হয়ে যায় উড়ে
তবুও প্রেম অঙ্গার থেকে ছাই কোথাও যেন পোড়ে
ভুলে যাওয়া সাময়িক আসল টান থাকে শিকড়ে
বর্ষার মেঘ অবিশ্বাসী, তবুও প্রেম সেই ভাদরে
কতটা পেরোলে প্রেমিক তুমি জুড়বে তোমার সাঁকো
উত্তর নেই, তবুও প্রেম অঙ্ক মেলেনি কারো
পাতা ঝরে যায় বিগত কথায় কার সাথে ছিল আড়ি
তবুও প্রেম ভিজছে শহর আবছা ঘরবাড়ী ----
দিয়েছিলি খোয়াই সোনাঝুরির বৃষ্টিতে ভেজা ট্রেন
মাঝে কতগুলি ফাঁকা সময় ভুলিনি, তবুও প্রেম
দুপুরটা মাঝে মাঝেই ছায়া, চেনা রোদ্দুর আর কই
তবুও প্রেম শাল পিয়ালে, ঠোঁটের উত্তাপে যেন তুই
মিটেছে কবেই, ক্ষমা লিখেছি মেঘ হয়ে যায় উড়ে
তবুও প্রেম অঙ্গার থেকে ছাই কোথাও যেন পোড়ে
ভুলে যাওয়া সাময়িক আসল টান থাকে শিকড়ে
বর্ষার মেঘ অবিশ্বাসী, তবুও প্রেম সেই ভাদরে
কতটা পেরোলে প্রেমিক তুমি জুড়বে তোমার সাঁকো
উত্তর নেই, তবুও প্রেম অঙ্ক মেলেনি কারো
পাতা ঝরে যায় বিগত কথায় কার সাথে ছিল আড়ি
তবুও প্রেম ভিজছে শহর আবছা ঘরবাড়ী ----
সুচিন্তিত মতামত দিন