সন্ধ্যার লাজুক বোঁটা
সন্ধ্যার নীরব বোঁটা
মৃদু ধরে রয়েছে রজনী---
বিকেলের টবে কিছু বীজ ছড়িয়ে রেখেছিলাম,
জলের মৃদু চলকে ওঠার ধারনা তুমি সংগ্রহে
রেখেছিলে---টলটলে স্থিতি ; সেখানে ঘর তুলেছে
অবিন্যস্ত ওড়নার মতন বহু ভাঁজের সংসার---
ভাঁজে ভাঁজে প্রদক্ষিণ করি,গ্রহণ করি আতিথ্য ;
তোমার সংগ্রহ কাত করে ঢেলে দিই বিকেলের
গায়ে ; জমে থাকা মুখে নালা খনন করে গড়িয়ে
দিই পয়ঃপ্রণালীর মতো। সে মন্থর অভিযান
বিকেল আর্দ্র করে তৃষ্ণার বিরুদ্ধে যুদ্ধ করেছে...
সন্ধ্যার লাজুক বোঁটা নিশাপাপড়ি ফুটিয়েছে ;
তার সৌরভের ছবি আমি বাতাসের খামে ভরে
তোমার ঠিকানা তাকে শিখিয়ে দিয়েছি...
সন্ধ্যার নীরব বোঁটা
মৃদু ধরে রয়েছে রজনী---
বিকেলের টবে কিছু বীজ ছড়িয়ে রেখেছিলাম,
জলের মৃদু চলকে ওঠার ধারনা তুমি সংগ্রহে
রেখেছিলে---টলটলে স্থিতি ; সেখানে ঘর তুলেছে
অবিন্যস্ত ওড়নার মতন বহু ভাঁজের সংসার---
ভাঁজে ভাঁজে প্রদক্ষিণ করি,গ্রহণ করি আতিথ্য ;
তোমার সংগ্রহ কাত করে ঢেলে দিই বিকেলের
গায়ে ; জমে থাকা মুখে নালা খনন করে গড়িয়ে
দিই পয়ঃপ্রণালীর মতো। সে মন্থর অভিযান
বিকেল আর্দ্র করে তৃষ্ণার বিরুদ্ধে যুদ্ধ করেছে...
সন্ধ্যার লাজুক বোঁটা নিশাপাপড়ি ফুটিয়েছে ;
তার সৌরভের ছবি আমি বাতাসের খামে ভরে
তোমার ঠিকানা তাকে শিখিয়ে দিয়েছি...
সুচিন্তিত মতামত দিন