বিদ্যুৎ রাজগুরু

বিদ্যুৎ রাজগুরু
মোহনপাখি 

সহজে নদী ভাঙে না সব কিছু
ঢালের মোহে প্রবাহ ছোটে
শুকানো সব কিছু যায় ভেসে
শস্য ছড়ালে খামারে পোষা পাখি খায় খুঁটে৷

বাউল হয়েও কিছু নদী বালুচরে হয় সংসারী
কোনো কোনো নদী বুনো পথ ভেঙে হয় তমো তমো হারী৷

ঝকঝকে আলোর শহরে আঁধার নামে যখন
আলোর আড়ালে শুয়ে থাকে বুনো বাইসন৷

স্রোতের নাভিতে ভীষণ জ্বালা
মোহনার মোহে উৎসকে কি সহজে যায় ভোলা৷

তবুও মোহনপাখি শিষ দিয়ে যায় স্বভাবেনদীর বাঁকে ,
বুনো আঁধার আলোর স্তব করে আজও হরিৎ পোশাকে৷



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.