প্রেম : বুকের উদ্ভাস
তোমাকে অক্ষর করে ভাসিয়েছি সাগরে
তোমাকে ধুলি-চন্দনে লেপটে নিয়েছি অঙ্গে
তোমাকে অনাদরে ফেলেছি ছুঁড়ে, আবার
তোমাকেই বুকে জড়িয়ে সারারাত নির্ঘুম থেকেছি ।
চাতুর্যের চোরাবালি আর মুখোশের আড়ালে
সেই তুমি প্রেম, জ্বলেছ আর নিভেছ—
দীপ্তিহীন দীপ্তময় অনন্ত ইশারা ধরে
সময় পেরিয়ে ওই অখণ্ড সময়ের দিকে ।
“চাকা” হয়ে ঘুরে যাচ্ছ, চক্রবৎ নিবেদনে আছো
নিঃসীম অন্ধকারে তুমি আলো হয়ে ভাসো ;
আঁচলে যত্ন লেখা, পরাণ পাখিটিকে ধরি
অধরা সে পাখি শুধু খাঁচা কাটে উড়ান উড়ান…
উড়ানেই উড়ে গেলে, ভেসে গেলে কলার মান্দাসে
স্বর্গ তো কাছেই ছিল অজানিত বুকের উদ্ভাসে !
সম্ভোগেই তৃপ্তি জাগে
সঙ্গমে লিপ্ত হলে সম্ভোগেই তৃপ্তি জাগে মন
আশ্লেষে আবিষ্ট হয়ে পুরুষের শরীর খনন ।
খননে যে অগ্নি ওঠে, অগ্ন্যুৎপাতে শুধু ধায়
জ্বলনে শীতলপাটি, কামসূত্র বহুদূরে যায় ।
দেহের ভিতরে আছে অজানা সে আপনজন
তাকে ছুঁলে সম্ভোগ পেয়ে যাবে নিজস্ব মনন ।
মন তো আসল চাবি, সব সুখ খুঁটে নিতে পারে
মোহিতে আবিষ্ট হয়, অন্তর্লীন অসুখ যে সারে ।
তোমাকে অক্ষর করে ভাসিয়েছি সাগরে
তোমাকে ধুলি-চন্দনে লেপটে নিয়েছি অঙ্গে
তোমাকে অনাদরে ফেলেছি ছুঁড়ে, আবার
তোমাকেই বুকে জড়িয়ে সারারাত নির্ঘুম থেকেছি ।
চাতুর্যের চোরাবালি আর মুখোশের আড়ালে
সেই তুমি প্রেম, জ্বলেছ আর নিভেছ—
দীপ্তিহীন দীপ্তময় অনন্ত ইশারা ধরে
সময় পেরিয়ে ওই অখণ্ড সময়ের দিকে ।
“চাকা” হয়ে ঘুরে যাচ্ছ, চক্রবৎ নিবেদনে আছো
নিঃসীম অন্ধকারে তুমি আলো হয়ে ভাসো ;
আঁচলে যত্ন লেখা, পরাণ পাখিটিকে ধরি
অধরা সে পাখি শুধু খাঁচা কাটে উড়ান উড়ান…
উড়ানেই উড়ে গেলে, ভেসে গেলে কলার মান্দাসে
স্বর্গ তো কাছেই ছিল অজানিত বুকের উদ্ভাসে !
সম্ভোগেই তৃপ্তি জাগে
সঙ্গমে লিপ্ত হলে সম্ভোগেই তৃপ্তি জাগে মন
আশ্লেষে আবিষ্ট হয়ে পুরুষের শরীর খনন ।
খননে যে অগ্নি ওঠে, অগ্ন্যুৎপাতে শুধু ধায়
জ্বলনে শীতলপাটি, কামসূত্র বহুদূরে যায় ।
দেহের ভিতরে আছে অজানা সে আপনজন
তাকে ছুঁলে সম্ভোগ পেয়ে যাবে নিজস্ব মনন ।
মন তো আসল চাবি, সব সুখ খুঁটে নিতে পারে
মোহিতে আবিষ্ট হয়, অন্তর্লীন অসুখ যে সারে ।
সুচিন্তিত মতামত দিন