♫সংকেত
শব্দ স্বর শুনে দেখি
স্তব্ধ মাঠ দিনান্তে জড়িয়ে রয়েছে
নিছক শ্রুতি নয়
তাতে বেজেছিল বাঁশি
চলতে চলতে শেষে
কার সাথে চেনা হলো
আকণ্ঠ মায়ার মতন ?
ওই বুঝি আমাদের লুব্ধ সংকেত
ফিরে তাকাতেই দেখি ---
সহজ সে, শুধু পথ ধূলি ধূসরিত,
একাকার মায়ায়, মায়ায়
নিছক শ্রুতি নয়
চেনা নয়, অচিন, তবুও
সেই স্বর বেজেছে আবার !!
শব্দ স্বর শুনে দেখি
স্তব্ধ মাঠ দিনান্তে জড়িয়ে রয়েছে
নিছক শ্রুতি নয়
তাতে বেজেছিল বাঁশি
চলতে চলতে শেষে
কার সাথে চেনা হলো
আকণ্ঠ মায়ার মতন ?
ওই বুঝি আমাদের লুব্ধ সংকেত
ফিরে তাকাতেই দেখি ---
সহজ সে, শুধু পথ ধূলি ধূসরিত,
একাকার মায়ায়, মায়ায়
নিছক শ্রুতি নয়
চেনা নয়, অচিন, তবুও
সেই স্বর বেজেছে আবার !!
সুচিন্তিত মতামত দিন