ঝর্ণা চট্টোপাধ্যায়

ঝর্ণা চট্টোপাধ্যায়
কথা হয়

তোমারও কিছু না বলার ইশারা ছিল
আমারও কিছু না শোনার ইশারা ছিল
তবুও কথা হয়

বনে বনে, ফুলে-ফুলে, সারা অরণ্যময়
কথা হয়...কথা হয়
নির্বাক বনভূমি
তবুও কি বাঙময়! কথা হয়...

গানে গানে, কবিতায়
কথা হয়...কথা হয়
মুখচোরা মেয়েটি ভালবাসা গন্ধময় নারী হয়
কথা হয়...কথা কয় 

কথা হয়...কথা হয়
তন্ত্রীতে তন্ত্রীতে...বুকের পাঁজরে
বেদনাও কথা কয়
কথা হয়...কথা হয়

ভালোবাসা, কি এত কথা কয়...!!




একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

নবীনতর পূর্বতন