চন্দন গন্ধ
প্রথম মিলনের ঘোর কেটে গেলে
ঠিকঠাক চোখ তুলে তাকাই তোমার দিকে
প্রথম যা কিছু সবই তো আনকোরা
টুকটাক অজানা ভুলও কিছু থেকে যায় তাতে।
দ্বিতীয় তারে সুর সা তে বেঁধে রাখি সযত্নে
ভালোবাসা শরীর জুড়ে সপ্তকের চরম আদরেরা
খেলা করে আঙুলে ও কন্ঠে
নেব বলে তোমাকে নিতে গেছি এমনও নয় যদিও
দিতে চেয়ে ভরে যেতে থাকি অফুরান
শেষ নিয়ে রোম্যান্স করেছি চিরটাকাল
তুমি আসাতে ইচ্ছেই করে না
আর ফুরিয়ে যাই
আর তৃষ্ণা মিটুক, কেবল প্রদোষকালে
চন্দন পাটাময় শ্বেত গোলাপেরা রক্তিম হতে থাকে।
প্রথম মিলনের ঘোর কেটে গেলে
ঠিকঠাক চোখ তুলে তাকাই তোমার দিকে
প্রথম যা কিছু সবই তো আনকোরা
টুকটাক অজানা ভুলও কিছু থেকে যায় তাতে।
দ্বিতীয় তারে সুর সা তে বেঁধে রাখি সযত্নে
ভালোবাসা শরীর জুড়ে সপ্তকের চরম আদরেরা
খেলা করে আঙুলে ও কন্ঠে
নেব বলে তোমাকে নিতে গেছি এমনও নয় যদিও
দিতে চেয়ে ভরে যেতে থাকি অফুরান
শেষ নিয়ে রোম্যান্স করেছি চিরটাকাল
তুমি আসাতে ইচ্ছেই করে না
আর ফুরিয়ে যাই
আর তৃষ্ণা মিটুক, কেবল প্রদোষকালে
চন্দন পাটাময় শ্বেত গোলাপেরা রক্তিম হতে থাকে।
সুচিন্তিত মতামত দিন