স্কুল পালিয়ে প্রেম অথবা
প্রথম স্পর্শের কবিতা
স্কুলের মোড়ে থমকে আছে ঘড়ি
তুই আর আমি পাহাড় টিলায় চড়ি
তোর সঙ্গে ছাতাও আছে , প্রেমিক
দুপুর নাকি সন্ধ্যে আপেক্ষিক
স্কুল পালিয়ে দমবন্ধ চিঠি
সিক্সথ পিরিয়ড পড়াতো নয় , পি টি
পাহাড় নিচে উপত্যকা , গ্রাম
কী লিখেছি ? বুকেতে তোর নাম
ভ্রু পল্লবে থমকে আছে জল
ভাবছিস কী ? তুইও কিছু বল
তুই আর আমি শব্দ ব্যবধান
বৃষ্টি মানে মেঘ পরীদের স্নান
একটু পরে ঘন্টা বাজবে , ছুটি
তুই বলবি -'কাল বলি ? আজ উঠি ?'
এই নে সোহাগী দিলখুশ
প্রথম প্রেমে আলতো করে ছুঁস
সুচিন্তিত মতামত দিন