দীপশিখা চক্রবর্তী

দীপশিখা চক্রবর্তী
বৃষ্টিকথা

আকাশের বুকে জমাট কালো মেঘ,
চারদেওয়ালে গুমোট দমবন্ধ অভিমান...

কথা ছিল-
আকাশ ঝমঝমিয়ে উঠলে
চুপিচুপি ছাদে ভেজা,
বাতাস আর ইচ্ছের ডানা মেলে
গায়ে মাখা বৃষ্টিদানা!

আকাশের সাথে রিমঝিম কথোপকথন ;
বলে যায় কানে কানে-
ভাঙে ভুল!
আর ছন্দে ছন্দে ভাঙে মনখারাপ!
টুপটাপ খসে পড়ে আত্মাভিমানের শৃঙ্খলা...

প্রতিদিন বৃষ্টি আসুক নেমে,
বেড়ে ওঠা আদরের ঢেউয়ে দুলুনি;
অঝোর ধারায় বৃষ্টি নামে-
জলমাখা অবশিষ্ট রাতের শরীরে...



একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

নবীনতর পূর্বতন