বৈশাখী দাস

বৈশাখী দাস
তবুও প্রেম     

গনগনে কাতিল সূর্য,পিচগলা বেরেহম তাপ
আপাদমস্তক রেখে যায় গ্রীষ্ম-অ্যায়লান,
রিপুর মত....
বুকের আলনা পাট পাট করে তবু গুছিয়ে রাখে
জলঝরা শিফনের বর্ষা রীতি।
নখর-হিংস্রতা, আঁশটে গন্ধ জোগান দেয়
মাংসাশী ঠোঁটের নিষ্ঠুর চাহিদায়....
তবু গজলের গন্ধরাজে স্পন্দিত হয় সান্ধ্যরাগ ইমন!
জরাজীর্ণ দেওয়াল, চুন বালি খসাতে খসাতেও
আয়না আঁকে অতীতফ্রেমের....

এস্রাজ জানে,সবটুকু দহন জুড়িয়ে এলে,
প্রজন্ম পেরিয়ে,
গাছেরাও চিরহরিৎ প্রেমের ঠুংরিতে হয় মশগুল!



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.