সত্যের জয়গান
সত্য কথা বলতে গিয়ে যারা
চলে গেল ঘুমের নগরে –
কেউ তাদের শুনিয়েছিল!
ঘুম পাড়ানিয়া গান-
বিলি কাটতে কাটতে চুলে।
সময়ের সিঁড়ি ভাঙতে ভাঙতে
যারা আজ শুধু ইতিহাস -
তোমাকে চেনাবে বলে আলো
তুমি কি রেখেছো হাতে হাত ?
শূন্য তালির ধাঁধাঁয় আজ
নিখোঁজ কী নিষ্পাপ শিশুরা?
ওদের খুঁজে দাও প্রেমমালা-
আরো একবার করুক প্রশ্ন
সেই সাহসী শিশুটি-
‘রাজা,তোর কাপড় কোথায়?’
সত্য কথা বলতে গিয়ে যারা
চলে গেল ঘুমের নগরে –
কেউ তাদের শুনিয়েছিল!
ঘুম পাড়ানিয়া গান-
বিলি কাটতে কাটতে চুলে।
সময়ের সিঁড়ি ভাঙতে ভাঙতে
যারা আজ শুধু ইতিহাস -
তোমাকে চেনাবে বলে আলো
তুমি কি রেখেছো হাতে হাত ?
শূন্য তালির ধাঁধাঁয় আজ
নিখোঁজ কী নিষ্পাপ শিশুরা?
ওদের খুঁজে দাও প্রেমমালা-
আরো একবার করুক প্রশ্ন
সেই সাহসী শিশুটি-
‘রাজা,তোর কাপড় কোথায়?’
সুচিন্তিত মতামত দিন