"তবুও প্রেম"
তুমিও তো ছুঁয়োনি কখনো হাত -
তুমিও তো কখনো বলোনি কিছু আমায়,
এখন বৃষ্টি এলেই ভীষণ বেগে গুমরে মরি
নিজের সাথেই নিজেই কেবল দ্বন্ধে মরি।
আকাশ যখন কালো মেঘে আঁধার হয়ে আসে
উথালপাতাল বুকের মাঝে একলা বসে ছাদে,
হন্যি হয়ে তোমায় খুঁজি পাইনা ছুঁতে তোমায়
কান্না হয়ে নামলে তুমি অঝোর শ্রাবন ধারায়।
গভীর রাতে চাঁদের আলোয় জোছ্না এলো ঘরে
ব্যাথায় ব্যাথায় ডুকরে মরি ঘুম আসে না চোখে,
বাহির পানে হাত বাড়িয়ে কেবল তোমায় ছুঁতে চাওয়া -
জমিয়ে পাথর বুকের মাঝে হয়নি আজো বলা।
তুমিও তো ছুঁয়োনি কখনো হাত -
তুমিও তো কখনো বলোনি কিছু আমায়,
এখন বৃষ্টি এলেই ভীষণ বেগে গুমরে মরি
নিজের সাথেই নিজেই কেবল দ্বন্ধে মরি।
আকাশ যখন কালো মেঘে আঁধার হয়ে আসে
উথালপাতাল বুকের মাঝে একলা বসে ছাদে,
হন্যি হয়ে তোমায় খুঁজি পাইনা ছুঁতে তোমায়
কান্না হয়ে নামলে তুমি অঝোর শ্রাবন ধারায়।
গভীর রাতে চাঁদের আলোয় জোছ্না এলো ঘরে
ব্যাথায় ব্যাথায় ডুকরে মরি ঘুম আসে না চোখে,
বাহির পানে হাত বাড়িয়ে কেবল তোমায় ছুঁতে চাওয়া -
জমিয়ে পাথর বুকের মাঝে হয়নি আজো বলা।
সুচিন্তিত মতামত দিন