অনন্য বন্দ্যোপাধ্যায়

অনন্য বন্দ্যোপাধ্যায়
♬তবুও প্রেম 

সাদা - কালো জীবন তো রূপকথা আমাদের
                   লাউমাচার মতন রূপকথা
কজন আর  দুচোখে দেখেছে   ?

সেই অনুভূত অমল  শিহরণ
               অনুপম এক কালবৈশাখীর মতো
এখনও সারাটাপথ  ছায়া
                         এগিয়েই  চলেছে ।

যদিও এখন চলে গেছে বসন্ত
                    ঝরে  গেছে  থরে থরে ঐ বকুল
কুয়াশার মত পথে পথে বহুবার
                রোদ্দুর  মরে যায়নি , মরিনি আমিও তো  !

এখন আজ যেখানে  রোদ্দুরের বাসা
         হাঁটা পথে যাওয়া নিশ্চিত জানি অসম্ভব
যতটা না  ডানার পেশি ক্লান্ত হোক
                  কোনও   মেরুবিহীন চুম্বক নেই যে ।

আমাদের রূপকথা নক্ষেত্রের মতো
              সমস্ত  বিষাদ দুঃখ শোক
বুকে সাজিয়ে  রেখে
               দাউদাউ করে জ্বলছে ।

একদিন  শূন্যতার সঙ্গে নিশ্চিত বোঝাপড়া করতেই হবে
                            বেশ ভালোরকম জানা থাকে
              তবুও আমাদের প্রেম ---বাতাসের মতো বয়ে চলে
রূপকথা ----- রপকথার মতোই বয়ে চলে   !



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.