উৎপল ত্রিবেদী

উৎপল ত্রিবেদী
এখনো

এখনো কিছুটা পারি,
আড়াআড়ি,
শব্দ দিয়ে
শব্দের বিশ্বাস ভেঙে দিতে।

উত্তরে -পশ্চিমে
কিংবা  নিকট নৈঋতে
তোমার সুখের চারিভিতে
তোমাকেই ঘিরে রাখে
যে তুমুল শরীর বাসনা
সে তোমাকে  প্রখর ইন্দ্রিয়ময়
দিনে কিংবা সন্ধ্যার প্রপাতে
বিছানার বীর্যগন্ধে
বেঁধে রাখে।
তুমি ভাবো ওইটুকু সুখ;
তোমার সন্তান ভাবে --
কখনো তো মেঘ ভেঙে
বাদল আসুক!।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.