⌗হায়! গঙ্গা
বাতাসে উড্ডীন ইতিহাস
ধর্মের ধোপারা নোংরা ফেলে বুকে
ঢেলে দেয় শরীর-কারখানার আবর্জনা
তোমার তখন বন্ধ নিঃশ্বাস
তোমার গায়ে শ্যাওলা
তুমি অক্সিজেনহীন ফেনিল ...
ধর্মের যৌনাঙ্গ তোমার জলে ডুবে যায়
পবিত্র হয়...
এই ভাবে তুমি অশরীরী হলে
পুরুষপুঙ্গবেরা উত্তেজনায় ভলিবল খেলে
সুচিন্তিত মতামত দিন