⌗হিসাব
দুর্লভ মণি সঞ্চয় সাঁঝবেলার ডালা
দেবতার খোঁজে বয়ে নিয়ে ফিরি ভীষণ একলা।
যত্নে সঁপে দিয়েছি তোমার অস্থির দুই হাতে
মজেছি চতুর বাকবিন্যাসে ভুবনমোহন হাসিতে।
আদরে গলেছি সোহাগ দিয়েছি মুহূর্ত অম্লান
নিরুচ্চারে কথা দেওয়া ছিল দুহুঁ এক মন প্রাণ।
নির্বাক ক্ষণ, সাক্ষী বাতাস চঞ্চলা
উড়ে চলে গেছে, নিয়ে সে সময় উতলা।
যে যায় যা যায় ফিরে কি আসে?
তবু শব বুকে আগলে কি আশে
ছিলাম বধির হতচেতনায়
অমোঘ কঠিন আঘাত-আশায়।
অবশেষে ছেঁড়া ফুলগুলো নিয়ে
ভিখিরি-খিদেয় রয়েছি দাঁড়িয়ে
ছিন্ন বস্ত্র নগ্নপদ ধূলিধূসরিত প্রাণ
চায় ভালবাসা পবিত্রতার অবগাহন স্নান!
দুর্লভ মণি সঞ্চয় সাঁঝবেলার ডালা
দেবতার খোঁজে বয়ে নিয়ে ফিরি ভীষণ একলা।
যত্নে সঁপে দিয়েছি তোমার অস্থির দুই হাতে
মজেছি চতুর বাকবিন্যাসে ভুবনমোহন হাসিতে।
আদরে গলেছি সোহাগ দিয়েছি মুহূর্ত অম্লান
নিরুচ্চারে কথা দেওয়া ছিল দুহুঁ এক মন প্রাণ।
নির্বাক ক্ষণ, সাক্ষী বাতাস চঞ্চলা
উড়ে চলে গেছে, নিয়ে সে সময় উতলা।
যে যায় যা যায় ফিরে কি আসে?
তবু শব বুকে আগলে কি আশে
ছিলাম বধির হতচেতনায়
অমোঘ কঠিন আঘাত-আশায়।
অবশেষে ছেঁড়া ফুলগুলো নিয়ে
ভিখিরি-খিদেয় রয়েছি দাঁড়িয়ে
ছিন্ন বস্ত্র নগ্নপদ ধূলিধূসরিত প্রাণ
চায় ভালবাসা পবিত্রতার অবগাহন স্নান!
সুচিন্তিত মতামত দিন