তাঁর জয় হোক, তাঁর জয় হোক
কল্যানেরও তরে সঁপিলো যে প্রাণ
তাঁর জয় হোক, তাঁর জয় হোক।
যতো ক্ষয় হোক, যতো ক্ষয় হোক
জ্বলে পুড়ে যায়, যার নিবেদিত প্রাণ
তাঁর জয় হোক, তাঁর জয় হোক।
দিকে দিকে প্রশস্ত হর্ষধ্বনি
ফুল-মাল্য তাঁর চরণে আনি,
বিদূষি, গলেতে যার কন্টক হাড়
বারেক তারে আলোতে আনি।
দ্যাখো আলো, পাতায় পাতায়
দ্যাখো মুক্তি, ঘাসে ও ধূলায়।
দ্যাখো আনন্দ স্রোত ধারা-
পাবে মুক্তি অমৃত বীণায়।
যতো ক্ষয় হোক, যতো ক্ষয় হোক
জ্বলে পুড়ে যায়, যার নিবেদিত প্রাণ
তাঁর জয় হোক, তাঁর জয় হোক।
আঁধারের ঘোর কেটে রচিলো 'যে ভোর,
অনন্ত অসীমেরও আলোকিত সুর,
নব পল্লবে বাঁধে জাগরণী গান-
তাঁর জয় হোক, তাঁর জয় হোক,
কল্যানেরও তরে সঁপিলো যে প্রাণ
তাঁর জয় হোক, তাঁর জয় হোক।
তাঁর জয় হোক, তাঁর জয় হোক
কল্যানেরও তরে সঁপিলো যে প্রাণ
তাঁর জয় হোক, তাঁর জয় হোক।
যতো ক্ষয় হোক, যতো ক্ষয় হোক
জ্বলে পুড়ে যায়, যার নিবেদিত প্রাণ
তাঁর জয় হোক, তাঁর জয় হোক।
সুচিন্তিত মতামত দিন