⑊বাড়ি
দূরান্তরের যত কাঠের বাড়ি
ভুল রাস্তায় চলে যাওয়া কতবার
আমার অনুবাদের পাশে তোমার
সাইকেল এসে থামে
⑊নদীপুরাণ
উপনদীশাখানদীপরিধীতে সমস্ত ম্যাজিক ম্লান
হয়ে যায়
গাঢ় মেঘে ডুবে যাওয়ার ইঙ্গিত
ভুলা মাষাণের থান
অবসর ও অবসাদের দিনে কুন্ডলী
পাকানো সাপ
⑊বাঘডাকের কবিতা
শীতঘুমের কথা লিখবো আর সাপ থাকবে
না!
ধান নিয়ে ঘরে ফিরছে হেমন্তের চাষি
আমি ঘাসবনের এক ডাকপিয়ন
ফড়িং শালিকের পাশে বসে একা একা কথা
বলি
বড় বড় কাঠের পিঁড়ি
মাছ ভাজছেন মা
ঠাকুমা খেঁজুর গুড়ের পায়েস
কত কত জন্ম থেকে নাচগান
গল্প ঘিরে বাঘের ডাক
অনন্ত খামার দিয়ে জীবন
সাজাই
কেমন ঘোরের ভিতর থাকি
পাখিদের ডানার নিচে থাকি
শীতের শিস,সার্কাস ও ঘোড়ার
গাড়ি
দেখাসাক্ষাত হয় না মাঠের ইঁদুরের সাথে
হাতে হাতে তালি
বাজে,জঙ্গলপথে
⑊স্মৃতি
‘বিভ্রান্তির কোন দায় তো আমি নেব না’
এক একটা আস্তাবলের স্মৃতি!
পূর্বপুরুষের ঘোড়া ডেকে উঠলেই
ছায়ার ভেতর টুপি খুলে
রাখি
⑊প্রলাপ
বৃষ্টির প্রলাপ,প্রচুর বাবুই পাখি
জংশন শহর।আন্ধারে কুপি
জ্বলে।
একটি নদীই শুধু নিরাপত্তা
দেয়
দূরান্তরের যত কাঠের বাড়ি
ভুল রাস্তায় চলে যাওয়া কতবার
আমার অনুবাদের পাশে তোমার
সাইকেল এসে থামে
⑊নদীপুরাণ
উপনদীশাখানদীপরিধীতে সমস্ত ম্যাজিক ম্লান
হয়ে যায়
গাঢ় মেঘে ডুবে যাওয়ার ইঙ্গিত
ভুলা মাষাণের থান
অবসর ও অবসাদের দিনে কুন্ডলী
পাকানো সাপ
⑊বাঘডাকের কবিতা
শীতঘুমের কথা লিখবো আর সাপ থাকবে
না!
ধান নিয়ে ঘরে ফিরছে হেমন্তের চাষি
আমি ঘাসবনের এক ডাকপিয়ন
ফড়িং শালিকের পাশে বসে একা একা কথা
বলি
বড় বড় কাঠের পিঁড়ি
মাছ ভাজছেন মা
ঠাকুমা খেঁজুর গুড়ের পায়েস
কত কত জন্ম থেকে নাচগান
গল্প ঘিরে বাঘের ডাক
অনন্ত খামার দিয়ে জীবন
সাজাই
কেমন ঘোরের ভিতর থাকি
পাখিদের ডানার নিচে থাকি
শীতের শিস,সার্কাস ও ঘোড়ার
গাড়ি
দেখাসাক্ষাত হয় না মাঠের ইঁদুরের সাথে
হাতে হাতে তালি
বাজে,জঙ্গলপথে
⑊স্মৃতি
‘বিভ্রান্তির কোন দায় তো আমি নেব না’
এক একটা আস্তাবলের স্মৃতি!
পূর্বপুরুষের ঘোড়া ডেকে উঠলেই
ছায়ার ভেতর টুপি খুলে
রাখি
⑊প্রলাপ
বৃষ্টির প্রলাপ,প্রচুর বাবুই পাখি
জংশন শহর।আন্ধারে কুপি
জ্বলে।
একটি নদীই শুধু নিরাপত্তা
দেয়
সুচিন্তিত মতামত দিন