সঞ্জয় মণ্ডল

সঞ্জয় মণ্ডল
জার্নি

আঙুল ছুঁয়ে হাঁটতে হাঁটতে
কখন যে শৈশব, কৈশোর সব খামে বন্দী হয়ে গেল বুঝতে পারিনি
আর এখন তো বাকি টুকুর প্রাপ্তিস্বীকার হয়ে গেলে জীবন উতরে যায়।

মহিলা কামরা

লোকাল ট্রেনের হাতলে হাত ভরে ঝুলছি রোজ।
যেখানে পুরুষ প্রবেশ নিষেধ,  আনমনা হয়ে সেখানেই পা রাখি
রে রে আওয়াজ করে স্তব্ধ হয় সব কিছু
আর একটা অপমৃত্যু.........
ততক্ষনে স্টেশন ছেড়ে যাওয়ার বাঁশি বেজে ওঠে।


পাগলি

ছোটো বেলার সেই পাগলিটা এখনও আসে
দশ বারোবার কুকুর কামড়ালেও
জল ছুঁতে মানা নেই তার....

এই ততো সেদিন এসেছিল
এক ব্যাগ আহত বসন্ত পুঁটলিতে বেঁধে


ক্যানভাস

কলমে আঙুল ছুঁলে যে ভাষা আসে
তার সঙ্গে মাটির অনেকটা মিল

মাটির সঙ্গে জল আর কলমের কালি
এক সাথে মিশে কাদার মত দলা তৈরী করে
এই কালি- কাদা মিশে সৃষ্টি হয় কবিতারা.....


প্রেমিকা

তোমার বুকের বাঁধন খুলে দিয়েছি বলে
সাত ধারা ঠিকরে আসে অবলীলায়

আমি তোমার যৌবন বাঁধানো বারান্দায়
সাঁতারকাটি সারাক্ষন!

আর তোমার সন্তানেরা তখন
পীযুষ পানে ব্যাস্ত ......




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.