⌗"জলছবি"
এখন আর ভেবে কি হবে বলো,
একটাইতো উঠোন ছিল আমাদের...।
মনে আছে তোমার?
গেল বছর পয়লা বৈশাখে
ভিজে ছিলাম হাপু্স বৃষ্টিতে,
বুক ভরে গন্ধ নিয়েছিলাম,
তুমি, তোমার ভেজা চুল,
আর মাটির গন্ধ মেখে ছিল
বকুল ফুল।
তুমি হ্য়তো ভুলে গেছ সব,
উঠোনতো আর ভুলতে পারে না...
জানোতো, আগের মত কোন কিছুই আর নেই!
না আমি, না তুমি,... না আমাদের মাটি, না বকুল ফুল।
বৃষ্টির ঝাপটায় সব রঙ ধুয়ে যায়
চশমার কাঁচ ঝাপসা মনে হয়,
রামধনু রঙে আঁকা সেদিনের ছবিগুলো
আজ, জলছবি ছাড়া আর কিছু নয়...।
এখন আর ভেবে কি হবে বলো,
একটাইতো উঠোন ছিল আমাদের...।
মনে আছে তোমার?
গেল বছর পয়লা বৈশাখে
ভিজে ছিলাম হাপু্স বৃষ্টিতে,
বুক ভরে গন্ধ নিয়েছিলাম,
তুমি, তোমার ভেজা চুল,
আর মাটির গন্ধ মেখে ছিল
বকুল ফুল।
তুমি হ্য়তো ভুলে গেছ সব,
উঠোনতো আর ভুলতে পারে না...
জানোতো, আগের মত কোন কিছুই আর নেই!
না আমি, না তুমি,... না আমাদের মাটি, না বকুল ফুল।
বৃষ্টির ঝাপটায় সব রঙ ধুয়ে যায়
চশমার কাঁচ ঝাপসা মনে হয়,
রামধনু রঙে আঁকা সেদিনের ছবিগুলো
আজ, জলছবি ছাড়া আর কিছু নয়...।
সুচিন্তিত মতামত দিন