চিত্তরঞ্জন সাহা চিতু
sobdermichil
মে ০৯, ২০১৮
⌗মিয়ানমারে হত্যাকাণ্ড
নোবেল বিজয় বিশ্বখ্যাত
মিয়ানমারের সুচি,
পশুর মত মারছো মানুষ
কেমন তোমার রুচি।
শান্তি নিয়ে বড়াই করো
হচ্ছে এখন কি,
দাও ফিরিয়ে তোমার নোবেল
ছিঃ তোমাকে ছিঃ!
জানের ভয়ে রোহিঙ্গারা
যাচ্ছে পরের দেশে,
নেই প্রতিবাদ বিশ্বে এখন
রক্তে যায় ভেসে।
সুচিন্তিত মতামত দিন