রুমা ঢ্যাং অধিকারী

রুমা ঢ্যাং অধিকারী
মৃতসুখ ডালপালা ছড়ায় 

সব চাওয়া পাওয়া শেষ হয়ে এলে -
পড়ে থাকে ফাটল ধরা মাঠের মতো
                                    এক বুক শূন্যতা
এই শূন্যতা নিয়ে ভেজা ডানায় লেগে থাকে
                      বিন্দু বিন্দু রক্ত
দিঘীর জলে ঘন ঘন পানকৌড়ি ডুব দিতে দেখেছিলাম

আমি জানি
     পৃথিবীর সব সম্পর্ক রহস্যময়
                একদিন সমাধান হয়ে গলে যায়
আবেগহীন হয়ে পড়ে থাকে পাপড়ি মেলা প্রাণ

তবুও তো একটু আধটু রসের হাড়ি
                                মিষ্টত্ব দিতে পারতো!

নদী পরকীয়া হলে উন্মুক্ত হয় বদ্বীপ
                          মাছ পাখনা ছড়ায়

প্রতিটা সারমেয়র শরীরে যেমন আনুগত্যের বীজ থাকে
ঠিক তেমনই -
         শরীরের গাঁট ভিন্ন হলেও
                         দেহ নামের আড়ালে বাঁচে
আর চাওয়াচাওয়ি থেকে মৃত সুখ ডালপালা ছড়ায়






একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

নবীনতর পূর্বতন