⌗আগুনের মহাপয়ার
সংখ্যাগুরু জনপদ, নাকি সংখ্যালঘু জনপদ ?
বড় মাংসল এ জনপদ---সুস্বাদু এবং রসালো,
আগুনের ভোগে ও ভোজের সমর্পণে মত্তমদ---
অগ্নিজিহ্বা এই জনপদ মনেপ্রাণে বাসে ভালো
রাত জাগে লঘু গুরু, উভয় সজ্জিত অস্ত্রশস্ত্রে---
যেন অনিবার্য টঙ, পাহারায় রত স্বর্ণধান্য ;
এই জনপদ বুঝি বনঘেষা ক্ষেত, ছত্রে ছত্রে
প্রবৃত্তির প্ররোচনা, ভয়ে ভয়ে গজ-অমান্যর...
হৃদয়ের-রুগীর বেলুন ফোলানোর মতো হাফ-ধরা
মুহূর্ত জমে জমে বেলার দিকে হাঁটে হেলেদুলে,
ওপাশ থেকেও অবিকল-মুহূর্তের মুখ পরা
সময় শ্বাসপ্রশ্বাসের হিসেব করছে সঠিক ভুলে
অগ্নিপ্রিয় শর্করায় ভরা জনপদ, দানা সরু---
গোগ্রাসে গিলে ঢেকুর তুলে আগুন-ই সংখ্যাগুরু...
সংখ্যাগুরু জনপদ, নাকি সংখ্যালঘু জনপদ ?
বড় মাংসল এ জনপদ---সুস্বাদু এবং রসালো,
আগুনের ভোগে ও ভোজের সমর্পণে মত্তমদ---
অগ্নিজিহ্বা এই জনপদ মনেপ্রাণে বাসে ভালো
রাত জাগে লঘু গুরু, উভয় সজ্জিত অস্ত্রশস্ত্রে---
যেন অনিবার্য টঙ, পাহারায় রত স্বর্ণধান্য ;
এই জনপদ বুঝি বনঘেষা ক্ষেত, ছত্রে ছত্রে
প্রবৃত্তির প্ররোচনা, ভয়ে ভয়ে গজ-অমান্যর...
হৃদয়ের-রুগীর বেলুন ফোলানোর মতো হাফ-ধরা
মুহূর্ত জমে জমে বেলার দিকে হাঁটে হেলেদুলে,
ওপাশ থেকেও অবিকল-মুহূর্তের মুখ পরা
সময় শ্বাসপ্রশ্বাসের হিসেব করছে সঠিক ভুলে
অগ্নিপ্রিয় শর্করায় ভরা জনপদ, দানা সরু---
গোগ্রাসে গিলে ঢেকুর তুলে আগুন-ই সংখ্যাগুরু...
সুচিন্তিত মতামত দিন