রত্নদীপা দে ঘোষ

রত্নদীপা দে ঘোষ
ঢাল 

ভ্রমণের ছড়ে বেজে ওঠে নিস্তব্ধওয়ালা এক বৃক্ষ
আবাহনের দিকে তাক করে পাখি, দুলে ওঠে প্রাকৃতিক চোখ
বেলুনভর্তি নাচ, সরোবরগাছ। চোখের সরোদে একটিবার ডুব ...
ডুব সাঁতারের ঘ্রাণ নিয়ে উঠে দাঁড়ায় আবহাওয়া
দৃশ্যাবলী, বাতাসের জন্মমাসে রোদালো অথচ ফিকে
আলগোছে তারা ফোটে ... সরলভাবে বলে যায়
পর্যটকের হাসিশব্দ ...

তাকে ঠিকঠাক পড়তে না পারলে বোঝাই যাবে না
জ্যোৎস্নার ঢাল থেকে কবে গড়িয়ে গ্যাছে
আলো-ছায়া আধো-কার্বনের আকর্ষণ





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.