মন্দিরা ঘোষ

মন্দিরা ঘোষ
আমরা জাস্ট ভুলে যাচ্ছি

আমরা জাস্ট ঝেরে ফেলতে শিখেছি। দেখছি শুনছি, পড়তে পড়তে শরীরের তাপমাত্রা বাড়িয়ে ফেলছি কিন্তু ওই টুকুই,
তারপর জাস্ট ভুলে যাচ্ছি সবকিছু .....


যেভাবে ভুলেছি চানু শর্মিলা
যেভাবে ভুলেছি নির্ভয়া রাত
যেভাবে ভুলছি অপুষ্ট  যোনি
ভেসে যাওয়া সব রক্তের ক্ষত

আমরা শিখেছি শরীর পাততে
আমরা শিখেছি  ব্রত উপবাস
আমরা শিখেছি ঢেকে রাখে বুক
আমরা শিখেছি ঢাকে যোনিঘর

আমরাও পারি আগুন ছড়াতে
লুব্ধকের ঐ জঙ্ঘার  ঘায়ে
আমরাও পারি বিষ ঢেলে দিতে
বীর্যের সাথে পাল্লা দিয়ে

পা ফেলা শেখো পুরুষের সাথে
যুদ্ধের পাঠ ভরে নিয়ে বুকে
আগুনের পাশে অঙ্গার রেখে
ঝেরে ফেলে দাও শরীরের ক্ষিদে

শত আসিফার কান্না নিয়ে, এসো
রাশ টেনে দিই পুরুষের দিকে
শুধু আমরাই পারি ঘুরে দাঁড়িয়ে
পুরুষের দিকে বিষ ছুঁড়ে দিতে




Previous Post Next Post