স্বর্ণালী ঘোষ

স্বর্ণালী ঘোষ
মুখোশের আড়ালে 

রাজনীতি; নামক সার্কাস, তার হরেক রকম খেলা
ব্যক্তিকেন্দ্রিক সমাজে, মানবনীতির'ই অবহেলা।

মানুষের মুখ ঢেকেছে আজ , রঙিন মুখোশের আড়ালে
মনুষ্যত্ব নিখোঁজ তাই আজ, চটুল রঙ-বদলে!

আদর্শের নামে স্বার্থসিদ্ধি, চলছে তরুণদলের মগজ-শুদ্ধি
জনগণের রক্ত  শুষে, হচ্ছে শোষকের অর্থবৃদ্ধি!

শোষণের জাঁতাকলে, আজ পিষ্ট নিরীহ নাগরিক
ধর্মের ঢাল হাতে নিয়ে রাজনীতিই সাম্প্রদায়িক।

ধর্ম,কর্ম মিথ্যা সর্ব, প্রকাশ্যে ভণ্ডামি -
অত্যাচারিত প্রতিমুহূর্তে, প্রকৃত মঙ্গলকামী!

অসহায় মানুষ বাঁচার তাগিদে, নিত্য উন্মুখ
বাঁচার তাগিদে ছুটছে সবাই, মিথ্যা ভরসায় ভরছে বুক!

তদসত্ত্বেও হয়েছে প্রমাণ - ব্যক্তি, সমাজ-ই রাষ্ট্রসোপান
তাই মুখোশের খেলা সাঙ্গ করে, হোক মানুষের জয়গান।।





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.