⌗সমাজ দর্পন
কক্ষচ্যুত নক্ষত্রের মতো ছড়িয়ে ছিটিয়ে অন্ধকার গহ্বরে,
নারী-পুরুষের টুকরো-টুকরো দেহ!
ছিন্নভিন্ন শিশুর পোড়া হাড়-মাংস!
ধর্মের ছুরির ফলা বেয়ে গড়ানো নিষ্পাপ রক্ত-টকটকে লাল!
শহরজুড়ে রক্তচোষার বাস;
পায়ের তলার আগুনে ঝলসানো মধ্যবিত্ত ;
মানবতা আজ মৃত,বিধ্বস্ত!
মৃত্যুর ছায়ার নীচে চলে কালো রাজনীতির পোশাকি খেলা;
মলিন মুখে থুবড়ে পড়া আইন খোঁজে নতুন নতুন লাইন,
আহত প্রহরের ছোপ ছোপ দাগ!
নির্বাক জনতা নষ্ট জন্মের প্রতিবিম্ব দেখে-
রক্তমাখা ভাতে!!
কক্ষচ্যুত নক্ষত্রের মতো ছড়িয়ে ছিটিয়ে অন্ধকার গহ্বরে,
নারী-পুরুষের টুকরো-টুকরো দেহ!
ছিন্নভিন্ন শিশুর পোড়া হাড়-মাংস!
ধর্মের ছুরির ফলা বেয়ে গড়ানো নিষ্পাপ রক্ত-টকটকে লাল!
শহরজুড়ে রক্তচোষার বাস;
পায়ের তলার আগুনে ঝলসানো মধ্যবিত্ত ;
মানবতা আজ মৃত,বিধ্বস্ত!
মৃত্যুর ছায়ার নীচে চলে কালো রাজনীতির পোশাকি খেলা;
মলিন মুখে থুবড়ে পড়া আইন খোঁজে নতুন নতুন লাইন,
আহত প্রহরের ছোপ ছোপ দাগ!
নির্বাক জনতা নষ্ট জন্মের প্রতিবিম্ব দেখে-
রক্তমাখা ভাতে!!
সুচিন্তিত মতামত দিন